7) রমেন বাবুর আজকের দিনের মেয়েদের নিয়ে বড্ড বিরক্তি। আজকের সমাজের মেয়েরা একটু বেশীই স্বাধীনচেতা। ওনার ওখানেই আপত্তি। মেয়ে হয়ে জন্মেছে মানেই তাকে মাথা নিচু করে বাধ্য হয়ে থাকতে হবে, সে হোক কোনো ঠিক বা ভুল কাজ, সবেতেই সমর্থন করতে হবে এমনকি সবটা মুখ বুজে মেনেও নিতে হবে। এই বিষয় নিয়ে বলার পর লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলতেই সোমনাথ বাবু বললেন, আপনার কি আর কোনো স্বচ্ছ ধারণা আছে মেয়ে জাতিকে নিয়ে ? উত্তরে রমেন বাবু বলেন, মেয়েরা যেখানে সেখানেই দুর্ঘটনা, আসলে ওরাই সব ঝামেলার কারণ। সোমনাথ বাবু অনেক ভেবে বললেন, তা অবশ্য ভুল কিছু বলেন নি মশাই। তার প্রমাণ আপনি নিজেই। আপনি নিজেই দুর্ঘটনার আস্ত এক উদাহরণ।।
We have dedicated and hardworking people always ready to help.